শনিবার ৩১ ডিসেম্বর ২০২২ - ১৫:৪৪
মুনাফিকদের চারটি বৈশিষ্ট্য

হাওজা / হযরত ইমাম আলী (আ.) একটি রেওয়ায়েতে মুনাফিকদের চারটি বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "নাহজুল-বালাগাহ" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম আলী (আ.) বলেছেন:

أُوصِيکمْ عِبَادَ اللَّهِ بِتَقْوَى اللَّهِ وَ أُحَذِّرُکمْ أَهْلَ النِّفَاقِ فَإِنَّهُمُ الضَّالُّونَ الْمُضِلُّونَ وَ الزَّالُّونَ الْمُزِلُّونَ

হে আল্লাহর বান্দা! আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার নির্দেশ দিচ্ছি আর মুনাফিকদের থেকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছি কারণ মুনাফিকরা নিজেরাই পথভ্রষ্ট এবং বিভ্রান্তিকর, তারা নিজেরাই পথভ্রষ্ট এবং অন্যদেরকে পথভ্রষ্ট করে।

(খুতবা ১৯৪ নাহজুল-বালাগাহ)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha